About Us

স্বপ্নের দেশ গড়ে তুলি

খুলনা সেবা ফাউন্ডেশনের মূল লক্ষ্য পারস্পারিক সহযোগীতার মাধ্যমে একটি আদর্শ সমাজ সৃষ্টি করা। স্বপ্নের পৃথিবী গড়ে তোলার প্রথম পদক্ষেপ হলো সকলের সামনে আদর্শ হিসাবে একটি ঐক্যবদ্ধ সমাজ গড়ে দৃষ্টান্ত স্থাপন করা। আমাদের খুলনা সেবা অ্যাপে যে সকল সুবিধা পাওয়া যাবেঃ


ব্লাড ডোনেশনঃ বাংলাদেশে প্রতিবছর ১৩লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। এরমধ্যে রক্ত না পেয়ে মৃত্যুবরণ করেন ৫০হাজার মানুষ। প্রয়োজনীয় রক্তের ৩৫-৪০ ভাগ পাওয়া যায় রোগীর নিকটজন থেকে। ১৫-২০ ভাগ আসে স্বেচ্ছাসেবী থেকে। আর ১৫-২০ ভাগ পাওয়া যায় পেশাদার রক্ত বিক্রেতা থেকে। ঘাটতি থাকে ২০-২৫ ভাগ। যার পরিমাণ প্রায় ২.৫লক্ষ ব্যাগ রক্ত। আমাদের খুলনা সেবার প্রাথমিক পর্যায়ে শুরু করা কার্যক্রমের মধ্যে অন্যতম সহায়তা থাকবে ব্লাড ব্যাংক কার্যক্রম। স্বেচ্ছাসেবীদের এক প্লাটফরমে নিয়ে আসার মাধ্যমে রক্ত চাহিদা পূরণের ব্যবস্থা করা হবে।


তথ্যসেবা প্রদানঃ তথ্যই শক্তি। একবিংশ শতাব্দীর অন্যতম প্রধান হাতিয়ার হলো তথ্য। আমাদের খুলনা সেবা এপের মাধ্যমে খুলনা বিভাগের জনগণ তাদের প্রয়োজন অনুযায়ী সকল তথ্য সংগ্রহ করতে পারবে অতীব সহজেই। ব্লাড, নিউজ, চিকিৎসা, শিক্ষা, এ্যাম্বুলেন্স, লাইব্রেরী, দর্শনীয় স্থান, গাড়ির টিকিট ইত্যাদি তথ্যাদি এক প্লাটফরম থেকে নিতে পারবে।


স্বেচ্ছাসেবকঃ অনেক ক্ষেত্রেই এমন হয় যে বিভিন্ন সেক্টরে শুধুমাত্র এপ থেকে তথ্য নিয়ে আপামর সাধারণ মানুষ সঠিক সেবা গ্রহণ করতে বা খুজে পেতে সক্ষম হয় না। এক্ষেত্রে আমাদের নিয়োগ দেয়া স্বেচ্ছাসেবকগণ সরাসরি উপস্থিত থেকে তাদের সহযোগীতা করবে। উদাহরণ স্বরুপ বলা যায় হাসপাতালে গ্রাম থেকে আসা সাধারণ মানুষ প্রয়োনীয় চিকিৎসা ওয়ার্ড বা অন্যান্য সেবা কেন্দ্র খুজে বের করতে সক্ষম হয় না। এক্ষেত্রে খুলনা সেবা টিম তাদের সঠিক জায়গায় পৌছে দিবে।


প্রশিক্ষণঃ যুবশক্তিকে দক্ষভাবে গড়ে তোলার লক্ষ্যে আইটি সেক্টরসহ উদ্যোক্তা বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় প্রশিক্ষন সম্পূর্ণ ফ্রিতে প্রদাণ করা হবে। পরবর্তীতে তাদের মধ্যে থেকেই স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।


ফ্রি লাইব্রেরীঃ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বয়রা পাবলিক লাইব্রেরীর আঙিনায় সাইনবোর্ডে লিখিত আছে জীবনে তিনটি জিনিস প্রয়োজন - বই, বই আর বই। লাইব্রেরীতে বইয়ের সংখ্যা এবং পাঠকের সংখ্যা দেখে দেশের অবস্থা নির্ণয় করা যায়। আমাদের দেশে প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক লাইব্রেরী গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্যে খুলনা সেবার অফিস থেকেই শুরু হবে পাবলিক লাইব্রেরী কার্যক্রম।


এছাড়াও অন্যান্য সেবা সমূহ পর্যায়ক্রমে কার্যক্রমে সংযুক্ত করা হবে।