প্রেমিক প্রেমিকাকে বলছে আমি তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি।তারপড় প্রেমিকা খুশিতে আত্নহারা হয়ে পড়েছে, পাশে ছিল একটি পুকুড়, সেখানেই পড়ে গেল, তারপর প্রেমিক যখন দেখল প্রেমিকার এই অবস্থা সে ভেবে নিল প্রেমিকা হয় তো ভূত হয়ে গেছে তাই সেইও দৌর দিয়ে হাড়িয়ে গেল।