Golpo/Adda

Go Back
রোমান্টিক গল্প

পর্বঃ০৬
ফোন বের করার সাথে সাথে রিমঝিম আপুর ফোন দিয়েছে ৷
* হ্যালো (আমি)
* কই তুই ? (রিমঝিম আপু)
* ব্রিজের উপর বসে আছি ৷ কেন ? (আমি)
* দরকার আছে ওখানেই থাক আমি আসছি ৷ (
বলেই রিমঝিম আপু ফোনটা কেটে দিলো )
তারপর দিশা কে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম ৷
কথা বলার ইচ্ছে করছিলো না ৷ কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি ৷ নিজে থেকে কথা বলতে এসেছে চলে যেতে বললে ওর সম্মানে লাগবে ৷ কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিলো ৷
হটাৎ রিমঝিম আপুর গাড়ি এসে দারালো ৷
রিমঝিম আপু বাইরে বেরিয়ে আসলো ৷ আমাকে মিমের সাথে দেখে মুখের ভাব বদলে গেলো আমার কাছে আসল ৷৷
* চল দরকার আছে ৷ (রিমঝিম আপু)
* দারাও একটু ৷ (আমি)
আমি দিশার সাথে আরেকটা কথা বলার আগেই
রিমঝিম আপু আমাকে টেনে গাড়ির ভিতর বসালো আর গাড়ি চালাতে লাগলো ৷
* তৌকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না ৷ (রিমঝিম আপু)
* আমি বলি নি আর ও নিজে থেকেই কথা বলতে এসেছিলো ৷ (আমি)
* তারপরেও তুই কথা বলবি না ৷ (রিমঝিম আপু)
রিমঝিম আপুর কাছেই আসলে কেমন যেন দূর্বলতা কাজ করে
* কোথায় যাচ্ছি আমরা ? (আমি)
* মার্কেটে যাবো ৷ (রিমঝিম আপু)
* কেন ? (আমি)
* কাল আমার জন্মদিন তাই ড্রেস কিনবো আর তুই সেটা পছন্দ করে দিবি ৷ (রিমঝিম আপু)
*আমি পছন্দ করে দিব কেন ? তোমার হবু বর পছন্দ করে দিবে ৷ (শুকনো হাসি দিয়ে আমি)
* খোটা মারা কথা গেলো না তোর ৷ (রিমঝিম আপু)
*খোটা মারার কথা আবার কখন বললাম যেটা সত্যি সেটাই বললাম ৷ (আমি)
রিমঝিম আপু আর কোনো কথা বললো না ৷ মার্কেটে গিয়ে রিমঝিম আপু ড্রেস দেখতে লাগলো ৷ একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো ৷
রিমঝিম আপু হয়তো সেটা লক্ষ্য করলো ৷
তাই ড্রেস টা কিনলো ৷
রিমঝিম আপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল আরেকজোরা ঝুমকো কিনলাম ৷
তারপর সেগুলো চুপ করে রিমঝিম আপুর ব্যাগে রেখে দিলাম ৷
রিমঝিম আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিলো ৷ আমি বাসার ভিতর ঢুকতে যাব তখুনি আবার ডাক দিলো ৷
আমি রিমঝিম আপুর কাছে গেলাম ৷৷
* শোন কাল আমি কলেযে যাব না । কিন্তু সন্ধ্যায় তোকে নিতে রনি আসবে ৷ তখন ওর সাথে আমার বাসায় চলে আসবি আর তুই না আসলে কাল সত্যি তোর কপালে মাইর পরবে ৷৷ (রিমঝিম)
কথাটা বলার পরেই রিমঝিম আপু চলে গেলো ৷
পরেরদিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না ৷
গিফট তো রিমঝিম আপুকে দিয়েই রেখেছি তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না ৷ আর আমি ওর কাছে গিয়ে মায়া বারাতে চাই না ৷
যতটা সম্ভাব দূরে থাকতে হবে ৷
আমি জানি রিমঝিম আপু গাড়ি পাঠাবে আমাকে কিন্তু আমি যাব না ৷
তাই সন্ধ্যা লাগতে বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে ওটা দিয়ে বাসায় ঢুকলাম ৷ যাতে যে কেউ আসলে বুঝতে না পারে আমি বাসায় আছি ৷
সকাল ১০ টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম ৷
(আমার ঘরের লাইট সব সময় বন্ধই থাকে ৷ অন্ধকার কেন জানি খুব ভালো লাগে ৷ তার কারন আজও জানি না ৷ অন্ধকারে আলাদা একটা অনূভুতি আছে )
জানালা দিয়ে দেখলাম রনি গাড় থেকে নামলো ৷
তারপর বাসার দিকে তাকালো ৷
তালা ঝুলানো দেখে গাড়ি নিয়ে চলে গেলো ৷
ফোনটাও অফ করে রেখেছি যাতে কেউ ফোন দিতে না পারে ৷ বিছানায় গিয়ে কানে হেড ফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম ৷
রিমঝিম আপু মনে হয় রনির সাথে জন্মদিনে খুব মজা করছে ৷ করবেই না কেন কয়েক মাস পর তাদের বিয়ে ৷ কেনো যে আমি রিমঝিম আপুকে ভালোবাসতে গেলাম ৷ খুব ঘুম পাচ্ছিলো
তখুনি আবার গাড়ির আওয়াজ পেলাম ৷
জানলার কাছে গিয়ে দেখি রিমঝিম আপু গাড়ি থেকে বের হয়ে আসলো ৷
রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রিমঝিম আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে ৷৷
নীল ড্রেস এ একদম পরীর মতো লাগছিলো ৷ কিন্তু এই পরীতো ধরা ছোয়ার বাইরে ৷
রিমঝিম আপু ফোন হাতে নিয়ে ফোন দিতে লাগলো হয়তো বা আমাকে ফোন দিচ্ছিলো ৷
কিচ্ছুক্ষন পর ফোনটা রাস্তায় জোরে ছুরে মারলো ৷ তারপর গাড়ি করে চলে গেলো ৷
আমি গিয়ে শুয়ে পরলাম ৷ পরেরদিন কলেজে গেলাম ৷ কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো ৷
কলেজে ঢুকতেই দিশার সাথে দেখা ৷
* কেমন আছো ?(দিশা)
* ভালো তুমি (আমি)
* ভালো ৷ কাল কলেজে আসতে বললাম আর আজ আসছো ! (দিশা)
* আসলে কাল একটু কাজ ছিলো তাই আসতে পারি নি ৷ (আমি)
* ও তা ফোনটা অফ কেনো? (দিশা)
* চার্জ ছিলো না আর চার্জে দেওয়ার কথা মনে ছিলো না ৷ (আমি)
দিশার সাথে কথা বলতে বলতে রিমঝিম আপুর গাড়ি চলে আসলো ৷ আমি দিশার সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম ৷
হটাৎ কারো ছায়া আমার উপর পরলো ৷ তাকিয়ে দেখলাম রিমঝিম আপু ৷ আমি উঠে দারালাম ৷৷
* আপু তুমি কখন আসলে ? (আমি)
* কাল কই ছিলি ? (রিমঝিম আপু)
* ল্যপটপ টা সার্ভিসিং করতে গিয়েছিলাম আসতে আসতে দেরি হয়ে যায় ৷ (আমি)
ঠাসস,, ঠাসস,,,
* মিথ্যা কথা বলবি না ৷ তুই কি মনে করিস আমি তোকে জানালার কাছে দেখি নি ৷ (রিমঝিম আপু)
* চুপ (আমি)
* তুই আমার সাথে এমন টা করলি । কতো আশা নিয়ে বসে ছিলাম আমি তোর জন্য ৷ আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না ৷ (রিমঝিম
আপু)
* সেটায় হয়তো ঠিক হবে । আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে । তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশায় ভালো ৷ (আমি)
রিমঝিম আপু কিছু বলছে না ৷ রিমঝিম আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম ৷ চোখ দিয়ে পানি বয়ে পরছে ৷
কারনটা এখনো অজানা ৷ রিমঝিম আপু আর কিছু না বলে চলে গেলো ৷ আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম ৷
আবার আগের মতো হয়ে গেলাম ৷
সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া কারো পরোয়া না করা ৷ একা চলা কোনো মায়ায় না জড়ানো ৷
তিনদিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম সাথে একটা সিগারেট খাচ্ছিলাম ৷৷
তখম দেখলাম,,,
চলবে ....