মারিয়ানা ওয়েব ইন্টারনেটের রহস্যময় একটি জায়গা
মারিয়ানা ওয়েব (MAriona Web) ডার্ক ওয়েবের সবচেয়ে গভীরতম বা সবচেয়ে গোপন স্থান। এখানে সকল গোপন বিষয়গুলোর তথ্য সংরক্ষিত হয়েছে। মারিয়ানা ওয়েবে সব মানুষ প্রবেশ করতে পারে না।
মারিয়ানা ওয়েবে পৃথিবীর রহস্যময় ও গোপন তথ্যগুলি জমা করে রাখা হয়েছে। এখানে সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া "অ্যাটলান্টিস" মহাদেশের তথ্য আছে। অনেকে বিশ্বাস করে ভ্যাটিকান সিক্রেট আর্কাইভ-এর ডিজিটাল ভার্সন হচ্ছে মারিয়ানা ওয়েব। এছাড়াও এখানে অনেক সিক্রেট সোসাইটির সাথে যোগাযোগ করা যায়। নানান দেশের সরকারের টপ সিক্রেট তথ্য জমা থাকার কথাও অনেক জায়গায় উল্লিখিত হয়েছে। মারিয়ানা ওয়েবে মানুষের উপর বিভিন্ন অবৈধ পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং তার তথ্য ও ফলাফল ডাটাবেসে জমা রাখা হয়।
গুগল:
গুগল কখনোই মারিয়ানা ওয়েবসাইট বা ডিপ ও ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলোকে ইন্ডেক্স করে না।
প্রবেশ:
মারিয়ানা ওয়েবে যেকোনো মানুষ প্রবেশ করতে পারে না। এর জন্য বিশেষ ধরনের কম্পিউটার প্রয়োজন। আর, এটি হল কোয়ান্টাম কম্পিউটার। তাছাড়া টর নেটওয়ার্ক এ যুক্ত থাকতে হবে।
ইতিহাস:
এক প্রোগ্রামারকে ভাড়া করা হয় একটি ওয়েবসাইট ডিজাইন করার জন্য। তবে সে জানত না সে কোথায় এ কাজটি করছে। সে যে ওয়েবসাইট এ কাজটি করছি তার খুবই অল্প জায়গা সে দেখতে পারত। সেখানে সে অনেক অদ্ভুত জিনিসপত্র দেখতে পাচ্ছিল, যার কিছু সে ডাউনলোড করে রাখে।