Golpo/Adda

Go Back
রহস্যময় গল্প

ভারত একটি রহস্যময় দেশ।ভারতের অনেক রহস্য,অনেক গল্পকথা বা ঘটনার ব্যাপারে আমরা পড়ে এসেছি।যদিও সবকিছুকে আমরা বিশ্বাস করি না।মিথ্যে বা বানানো গল্প বলে উড়িয়ে দি।ভারতের এমন একটি রহস্যের কথা বলব যা আপনাদের সত্যিই অবাক করবে।আমরা কথা বলব ভারতের এক ছোট গ্রামের ব্যাপারে যা পুরো পৃথিবীকে অবাক করে রেখেছে এবং আধুনিক বিজ্ঞানীর মুখে চ্যালেন্জ ছুড়ে দিয়ছে ।আমরা যময বাচ্চাদের দেখি এবং অবাক হই।সাধারণত সমগ্র পৃথিবীতে ১০০০০ বাচ্চাদের মধ্যে শুধুমাত্র ৪৫ টি বাচ্চা যময হয়।ভারতের কেরালা রাজ্যের Malappuram জেলায় Kodhini নামের একটি গ্রাম আছে যেখানে প্রতিটি ঘরেই যময শিশুদের জন্ম হয়।এই গ্রামের ৩০০০ টি পরিবারে ৮০০ এর ও বেশি যময রয়েছে এবং প্রতিবছরই যমযের সংখ্যা বেড়েই চলছে।এখানে যময বাচ্চা জন্মানো এখন সাধারণ ব্যাপার।এখানে বিভিন্ন বয়সের যমযদের দেখতে পাওয়া যায়।এই জায়গাটিকে ভিলেজ অফ টুইন টাউন বলা হয়।শুধুমাত্র যময নয় এখানে একইরকমের দেখতে তিনজন বা চারজনেরও দেখা পাওয়া যায়।এজন্য এই গ্রামটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও স্থান পেয়েছে।কী এমন রহস্য রয়েছে যেটির কারণে প্রতিটি ঘরে যময বাচ্চার জন্ম হয়।সমগ্র পৃথিবীতে শুধু এই গ্রামটিতেই কেন এমন ঘটনা ঘটে?

পৃথিবীর অনেক বিজ্ঞানীরাই এখানে গবেষণা করেছেন।কেও কেও এখানে R আবহাওয়া কে দায়ী করেছেন।কেউবা এখানে R মাটি বা জলকে দায়ী করেছেন।কিন্তু এইসব যুক্তিই ভুল প্রমাণিত হয়েছে কারণ এর পাশের গ্রামগুলিতে এ রকম ঘটনা দেখতে পাওয়া যায় না কিন্তু কিছু বিজ্ঞানীর মতে,এটির কারণ জিনগত।কিন্তু জিনগত যদি হয় তাহলে বাইরের থেকে যারা এখানে বসবাস করতে আসেন তাদেরও যময বাচ্চার জন্ম হয় কীভাবে?এ রহস্য এখনো অজানাই রয়ে গেল।হয়ত সবসময়ের মতো এ রহস্যও সমাধান হবে তা না হলে এ রহস্যও অজানাই থেকে যাবে। তথ্যসূত্র:Google 

News https://www.youtube.com/watch?v=kMllIZdcvkU