বাসর ঘরে বসে স্বামীর জন্য অপেক্ষা করছি ৷ সে আসছেনা ৷ ভাবলাম শুধু শুধু সময় নষ্ট করে কি করব? তারচেয়ে বরের নম্বরে ফোন দিয়ে ডিস্টার্ভ করি ৷ মজাও নেওয়া যাবে তাকে শায়েস্তাও করা যাবে ৷ বর আমার ফোনের দুটা সিমের একটার নাম্বার জানে আরেকটা জানেনা ৷ রুমের দরজা আগে বন্ধ করলাম, তারপর ফ্যানের গতি বাড়িয়ে দিলাম ৷ এরপর অজানা নম্বরটি দিয়ে দিলাম তাকে ফোন ৷ সে ফোনটা রিসিভ করল ৷ আমি মিষ্টি করে বললাম
~এত নিষ্ঠুর তুমি হা? আর কতবার তোমাকে প্রোপজ করলে আমার ভালবাসার ডাকে সাড়া দিবা বলো?
.
তোঁতলাতে তোঁতলাতে আমার স্বামী রাফাত বলে উঠল,
___কে বলছেন আপনি? আপনাকে তো চিনলাম না?
.
এবার কান্নার নাটক করে উঁচু আওয়াজে বললাম,
~হায় আল্লাহ! একটা বছর ধরে কথা বললাম ৷ সুখ দুঃখের কত কথা শুনালাম ৷ ভাল বন্ধুত্ব আমাদের ৷ একমাস আগে প্রেমের প্রস্তাবও দিলাম তোমাকে ৷ আর আজ আমাকে বলছো কে আপনি? এই তুমি কি আমাকে সত্যি সত্যি ভুলে গেছো? অন্য কারো প্রেমে মজে গেলে না তো? নাকি বিয়ে করে নিয়েছো? বউয়ের চাপে আমাকে ভুলে গেছো, তাইতো?
___আরে না, আমি বিয়ে করিনি ৷ বিয়ের প্যারা সহ্য হবেনা!
.
রাফাতের কথা শুনে এত রাগ হলো যে, রাগের প্রকটে চুল ছিঁড়তে ও হাতের চামড়া কামড়াতে মন চাচ্ছিল ৷ পিত্তি জ্বলে গেল ৷ মনে মনে রাফাতকে গালি দিলাম, “শালার ঘরের সুমন্দি, তুই বিয়ে করিস নি তাইনা? আয় একবার রুমে বুঝাবো ঠ্যালা ৷ দেখিয়ে দিব বিয়ে করেছিস নাকি করিসনি, হুহ!"
রাগটাকে কন্ট্রোল করলাম স্বামীর ভেতরটা আরো ভাল করে জেনে নেবার জন্য!
তাকে ফের মিষ্টি স্বরে বললাম,
~তো,আমার সাথে প্রেম করো ৷ প্রেম করতে কি সমস্যা? আমাকে বিয়ে করলে পায়ের উপর পা তুলে খেতে পারবে ৷ উহু, তোমাকে কষ্ট করে খাবার মুখে তুলে নিতে হবেনা, আমিই তুলে খাওয়াবো ৷ তুমি বাসায় বসে থাকবে আর আমি অফিসে গিয়ে কাজ করব ৷ যা উপার্জন করব সেসব শুধু তোমার আর সংসারের কাজে লাগাব!
___দেখুন, আমি আপনাকে চিনিনা ৷ চিনলে হয়তো প্রেম করতাম ৷ অাপনি যাকে ফোন দিতে চেয়েছিলেন সে আমি না ৷ ফোন রাখুন!
.
বুঝলাম সে সাধু আছে ৷ কিন্তু এত তাড়াতাড়ি তো সাধু হলে চলেনা ৷ তার ভেতরের সমস্ত দুষ্টু পোকাগুলো দেখে ছাড়ব ৷ তারপর ধীরেধীরে সেগুলো বের করব!
এবার তোড়জোর করে নরম আওয়াজে বললাম,
~সরি, আসলে আমি ইচ্ছা করে আপনার নম্বরে ফোন দিয়েছি ৷ আপনাকে আমি চিনি ৷ আমার বান্ধবীর বোনের ভাইয়ের বন্ধুর তার ফুফাতো বোনের বান্ধবীর থেকে নম্বরটা নিয়েছি ৷ শুনুন, আমি আপনার মত বিয়েতে বিশ্বাসী না ৷ তবে কারো সাথে প্রেম হয়ে গেলে তাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই ৷ একাকীত্ব আর সহ্য হয়না ৷ নিঃসঙ্গতার যে যন্ত্রণা সেটা খুব ভালভাবে উপলদ্ধি করতে পারছি ৷ বলেই যেহেতু ফেলেছি আপনার সাথে প্রেম করব,তো করবই ৷ আমার সাথে প্রেম করলে ঠকবেন না!
.
রাফাত কিছুক্ষণ চুপ রইল ৷ এরপর থেমে থেমে বলল,
___হ্যাঁ, প্রেম করাই যায় ৷ কিন্তু আমাকে কয়েকটা দিন সময় দিন ৷ তারপর রেজাল্ট জানাব ৷ মনটা ভাল ছিলনা বলে ছাদে দাঁড়িয়ে ছিলাম,তবুও মন ভাল হচ্ছিল না ৷ আপনার সাথে কথা বলে মনটা ভাল হয়ে গেছে ৷ রাখি এখন ফোন!
.
এটা শুনে মনে মনে বলললাম, “মন তো ভাল হবেই, মাইয়ালোকের কন্ঠ শুনছোস না! প্রোপজও পাইছোস ৷ লুচ্চা কোনহানকার!'
ফোন কেটে দিলাম ৷ কয়েক মিনিট পর রাফাত দরজায় কড়া নাড়লো ৷ দরজা খুলে দিলাম ৷ ভেতরে ঢুকে সে মিষ্টি করে বলল,
___সরি একটু দেরি হয়ে গেল ৷ বন্ধুদের সাথে কথা বলছিলাম ৷ কিছু মনে করোনা!
আমি চোখ পাকিয়ে কৃত্তিম হাসি হেসে বললাম,
~না, রাগ করব কেন? আমি কি রাগ করতে জানি নাকি? বাসর ঘরে বর একটু দেরি করেই আসে!
___এইতো লক্ষ্মী বউ আমার! আমি যেমন লক্ষ্মী ছেলে তেমনি লক্ষ্মী একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছি!
এটা বলে সে বিছানায় বসলো ৷ দীর্ঘ একটা শ্বাস ফেলে ফের বলল,
___জানো, কখনো কোনো মেয়ের দিকে তাকাইনি ৷ এজন্য মেয়েরা আমাকে খুব পছন্দ করতো ৷ বলতো আপনার মত ভাল ছেলে হয়না ৷ এই গুণে কতজন মেয়ের প্রোপজ পেয়েছিলাম জানো?
ভ্রু কুঁচকে বললাম,
~কতজন?
___৩০০ জন মেয়ের ৷ বিশ্বাস করবানা কত পাগল ছিল তারা আমার জন্য! আজও একটা মেয়ে ফোন করে সে কি কান্নার কান্না! বলল যে আমি যদি তাকে বিয়ে না করি তবে বিষ খাবে ৷ দেখছো অবস্থা? স্বামীকে নিয়ে তোমার গর্ববোধ করা উচিত ৷ এতজনের প্রোপজ পাবার পরও কারো সাথে প্রেম করিনি ৷ আরে প্রেম করে মানুষ? প্রেম তো করব বউয়ের সাথে!
.
রাফাতের চাপাবাজি শুনে হাসব নাকি কাঁদবো বুঝছিনা ৷ তার কথার চালে আটকে গেলাম! তার প্রতি রাগও চলে গেছে ৷ এ তো টাউট বর! সব তো বলেই দিল বুক ফুলিয়ে ৷ সে বুঝালো তার জন্য মেয়েরা কত পাগল!
সে আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল,
“তবে যে মেয়েটা আজ রাতে ফোন দিয়েছিল তার কন্ঠটা জোশ ৷ সে যদি বিয়ের অাগে প্রোপজ করতো তবে রাজি হয়ে যেতাম ৷"
চোখ গরম করে তাকিয়ে রইলাম তার দিকে! সে আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে নিলো!
.
১ মাস ৭দিন পরঃ
বাপের বাড়ি যাব, আমার স্বামী যেতে দিবেনা ৷ এটা নিয়ে শুরু করে দিয়েছি ঝগড়া ৷ ঝগড়া করেও তার সাথে পারছিলাম না ৷ ভাবলাম সেই নম্বর দিয়ে কথা বলে ওকে বেইজ্জতি করব ৷ দিলাম ফোন ৷ সে রিসিভ করলো ৷ আমি আদুরে গলায় ভালবাসা মাখা কন্ঠে বললাম,
~ভুলে গেলে আমার প্রেমের প্রস্তাবের কথা? বলেছিলে ভেবে জবাব দিবা, কই সেই জবাব? এক মাস চলে গেল?
.
রাফাত হুংকার মেরে ক্ষ্যাপাস্বরে বলল,
___রাখ ছেড়ি তোর প্রেম ৷ আমার বউয়ের সাথে লাগছে ঝগড়া, আর ও আসছে প্রেম নিয়ে ৷ ফোন রাখ!
.
বোকা বনে গেলাম ৷ এই পিসটাকে তো দেখছি প্রেমের জালে আটকানো যাচ্ছেনা ৷ মজা নেওয়াও হচ্ছেনা!
.
রাফাত আমার কাছে এসে মাত্রই কথা বলার রেকর্ডিংটা শুনিয়ে বলছে, “দেখ কত মেয়ে আমার জন্য পাগল! অথচ কিভাবে তাদের ঝাঁড়ি দিই দেখ!"
লজ্জা পেলাম খুব ৷ লজ্জায় মরে যেতে মন চাচ্ছিল!
.
কয়েক দিন পর রাফাত নিজে থেকেই আমার সেই নম্বরে কল দিলো ৷ এবার সেই প্রতিশোধ নেবার পালা ৷ ফোনটা রিসিভ করলাম ৷ রাফাত ডং করে বলল,
___সরি, সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত ৷ আমি তোমার সাথে প্রেম করতে রাজি!
আমি প্রচন্ড রাগস্বরে বললাম,
~রাগ ছ্যাড়া তোর প্রেম ৷ আমার বরের সাথে লাগছে ঝগড়া, আর ও আসছে প্রেম নিয়ে ৷ ফালতু কোথাকার!
.
বলেই ফোনটা কেটে দিলাম ৷ খুব দারুণ লাগছিল ৷ পৈশাচিক আনন্দ হচ্ছিল!
.
১ মাস পর বাসায় রাফাতের কাজিন তনিমা এলো ৷ তার সাথে রাফাতের ঘেষাঘেষি ও কথা বলা দেখে রাগ হলো ৷ সিদ্ধান্ত নিলাম বোকাটাকে মজা দেখাব ৷ দরজার আড়ালে দাঁড়িয়ে দিলাম ফোন ৷ রাফাত ফোনটা রিসিভ করলো ৷
নরম গলায় বললাম,
~ সেদিনের ব্যবহারের জন্য দুঃখিত ৷ সেদিন একটা ঝামেলায় ছিলাম তাই ওরকম আচরণ করেছিলাম ৷ সত্যি বলছি আমি বিয়ে করিনি!
___অারে কিছু মনে করিনি ৷ শোনো, একটু পরে কথা বলবো ৷ ফোনটা রাখি!
.
বেজায় রাগ হলো ফোন কাটলো বলে ৷ কিন্তু চোখ ঘুরে গেল যখন দেখলাম ২নং সিম দিয়ে নয় ১নং সিম দিয়ে কল করেছিলাম ৷ আসলে ফোনের ২নং সিম টা ইনসার্ট হয়ে গেছে ৷ মাথায় হাত আমার ৷ ওদিকে রাফাত ফোনের স্কিনে তাকিয়ে মিটমিট করে হাসলো ৷ সে তার কাজিনকে বলল, “তোর ভাবি কত চালাক! আমাকে বোকা বানাতে এতদিন রং নম্বর দিয়ে কথা বলে মজা নিয়েছে, আজ সে তাড়াহুড়া করে আসল নম্বর দিয়ে ফোন দিয়েছে ৷ এই যে দেখ? আজকে রাতে ওকে মজা দেখাব!"
.
মধ্যরাতে আমার স্বামী ঘুম থেকে জেগে বিছানা থেকে চলে গেল ৷ ১০ মিনিট পর আমার ফোনে অচেনা নম্বর থেকে কল এলো ৷ রিসিভ করলাম ৷ ওপাশ থেকে মিষ্টি আওয়াজের কন্ঠস্বর শুনতে পেলাম ৷ বুঝলাম রাফাত ছাড়া কেউ নয় ৷ সে বলছে,
___আপু, আপনার জন্য বিশেষ অফার রয়েছে ৷ আমি Fxxf কোম্পানি থেকে বলছি ৷ আপনার কাজিন আপনার নম্বরটি দিয়েছে জবের ব্যাপারে কথা বলতে ৷ আপনার কি মাস্টার্স কম্প্লিট?
উত্তর দিলাম,
~জ্বী,
___আমাদের কোম্পানিতে জব করলেই আপনি পাবেন লেটেস্ট Apple কোম্পানির iPhone. আর আপনি মাস শেষে ৩৫ হাজার টাকা পাবেন! এজন্য আগামীকাল আবেদন করবেন ৷ অবশ্যই অবিবাহিতা হতে হবে ৷ আপনি কি বিবাহিতা?
.
বুঝতে পারলাম রাফাত কিসের জন্য এতসব নাটক করছে?আমি যদি এখন বলি বিয়ে করিনি, তবে সে ফোনের রেকর্ডিংটা আমাকে শুনিয়ে মজা নিবে ৷ আমার ফোনের ভয়েস পুরুষদের ভয়েসে চেঞ্জ করে বললাম,
~ঐ শালা, তোর ঘরে কি বউ নাই? তোর বউকে এমন অফার দিতে পারিস না? ফোন রাখ শালা!
.
যখন রাফাত আমার কাছে এলো তখন ফোনের রেকর্ডিংটা শুনালাম ৷ শুনে সে বিছানার উপর ধপাস করে অজ্ঞান হয়ে পড়ে গেল!
কারণ ফোনটা রাফাত নয় কোম্পানির এক লোকই দিয়েছিল!
.
.
.
.
সমাপ্ত