Golpo/Adda

Go Back
রোমান্টিক গল্প

সিনিয়ারের প্রেমে পর্ব -১ ও২ হঠাৎ মনের মধ্যে বেজে উঠলো বিরহের গান। হামারি আধুরি কাহানি~~যখন জানতে পারলাম আমার ক্রাশ সিনান ভাইয়া আমার আরেক সিনিয়ারের সাথে রিলেশনে আছে। আমি রিমি, অনেকে আদর করে ডাকে রি। আমি বুগুরা পাবলিক স্কুলের ছাত্রী। এবার ক্লাস এইট। আর যে মেয়ে সিনান ভাইয়ার সাথে রিলেশনে আছে সে হলো মিতা ক্লাস টেন। আর সিনান ভাইয়া সে ক্লাস ইলেভেন।তবে আদের প্রেমের কথা শুনে আমার মন ভেঙে যায়। দেখতে দেখতে ২ বছর পাড় হযে যায়। এই ২ বছরে অনেক বারই দুজনকে একসাথে দেখেছি আর নিজের অজান্তেই চোখের পানি গুলো গড়িয়ে পড়েছে। আজ HSC batch বিদায়ের দিন। দেখলাম মিতা আপু কাদছে হয়তো ভাইয়া চলে যাবে তাই। পাড় হয়ে গেল আরো ২ টো বছর। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পালা। তবে ইচ্ছা ছিল বিদেশে যেয়ে পড়ার। তাই কানাডার ইয়েভেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে চলে গেলাম কানাডাতে। Episode -2 আজকে ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির রোলস অনুযায়ী আগে 2nd year য়ের ক্লাস হবে তারপর 1st year। দরজার কাছে দারিয়ে আছি। দেখতে পেলাম দূরে এক ছেলে। মনে হচ্ছে কোথাও দেখেছি। তখন ই মনে পরল আরে এটাতু সিনান ভাইয়া। তবে তার মুখে এখন খুচা খুচা দাড়ি চুল স্পাইক করা তাই দেখতে আরো হ্যান্ডসাম লাগছে আর চেনাই যাচ্ছে না।ক্লাস শেষ হলো তাদের এবার আমরা ক্লাসে ঢুকব। তবে তাকে দেখে সত্যিই আমি খুব অবাক। এভাবে কেটে গেল বেশ কিছু দিন। সারের ফোন এলো জানতে পারলাম আমাদের সিনিয়ার এবং জুনিয়র মিলে প্রেসেন্টেশন দিতে হবে। আর কি ভাগ্য আমার! আমাকে প্রেসেন্টেশন দিতে হবে সিনান ভাইয়ার সাথে। ???????? (সবার ভাগ্য এতো যে কেন ভালো হয়?) করিডরে তানি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছি। হঠাৎ কেও পিছন থেকে ডাকল। পিছনে তাকাতেই দেখি সিনান ভাইয়া। হঠাৎ করেই আমার হাত ধরে আমাকে লাইব্রেরীতে নিয়ে এলো। - সার বলল যে তোমার সাথে আমাকে প্রেসেন্টেশন দিতে হবে।সো, আমি চাই আমাদের টা বেস্ট হোক। তাই তোমার কাছে কোনো আইডিয়া থাকলে বলো। আমি তো ঘোরের মধ্যে আছি। আর শকে পুরাই নির্বাক হয়ে গেছি। ভাইয়া তুরি বাজাতে বাজাতে বলল, - আমি জানি আমি সুন্দর। তাই বলে এভাবে তাকিয়ে থাকবে ???? -মোটেও না। ????আমার মাথায় আইডিয়া আসলে আমি চুপ করে চিন্তা ভাবনা করি। আর সেটাই করছিলাম ????। -যাই হোক, Let's go আমাদের প্রেসেন্টেশনটা নিয়ে ডিসকাস করতে হবে। -হুম এভাবেই পাড় হয়ে গেল আরো সাত দিন। আজ আমরা প্রেসেন্টেশন দিয়েছি আর সার বলেছে আমাদেরটা বেস্ট হয়েছে। রাতে হঠাৎ ফোন বেজে উঠলো রিমি কিছু না দেখেই বলল -হ্যালো। মেরি জান ইতনি রাত মে কিও মুঝে ফোন কিয়া? - মেরা জান তুম মেরা নিন্দ লে গায়া তো মে তুমহে কেছে ইতনি আরাম সে সুনে দো? - What? ???? আপনি কে? আমিতো ভেবেছি আমি আমার বেস্টুর সাথে কথা বলছি কারণ ও ই এতো রাতে ফোন দেয়। - এই বেশি বকবক না করে নাম্বারটা দেখো। নাম্বার দেখে - ওহ সরি সরি। আপনি ???? -হুম আমি। এখন শুনো তোমার ইউনিক আইডিয়া সারের খুব পছন্দ হয়েছে। পরশু তোমাকে আর আমাকে ভার্সিটির হয়ে একটা কম্পিটিশনে যেতে হবে। সো কালকে ভোরে রেডি হয়ে থেকো ামি তোমাকে পিক করতে আসব। রিমি কিছু না ভেবেই ফোন রেখে আবার ঘুমের দেশে চলে যায়। রিমির মনে হলো কেউ তার মুখে পানি ছিটিয়ে দিয়েছে চটপট চোখ খোলে দেখে ~ চলবে~~~