জীবনে কোনদিন শহরে যায়নি শাহীন। প্রথমবার শহরে যাচ্ছে বলে মনে আনন্দ নিয়ে রওনা দিল তার বাবার সাথে। লঞ্চে করে না গিয়ে গাড়ি করে যাচ্ছিল, যাতে সবুজ দৃশ্য দেখতে দেখতে যেতে পারে। নতুন পরিবেশে গাড়িতে চড়তে ভালো লাগতেছে। শহরে যেতেই লম্বা একটা সেকু পার হতে হয়, ওটা দেখে তার আরো ভালো লাগে। শহরের একটি স্টেশনে গিয়ে নামল তারা। নেমে দেখল সেখানে অচেনা মানুষের ভিড়, কিন্তু পুরুষের থেকে মহিলা বেশি। সুন্দর সুন্দর মেয়ে দেখে সে অবাক হয়ে যায়। শাহীন ছিল চিনেমার হিরোর মতো সুন্দর। সে খেয়াল করল কিছু মেয়ে তাকে দেখতেছে। যোহরের আজান হয়ে গেল আর বাবার সাথে গিয়ে নামায পড়ে আসল।নামাজ শেষে, সে হিরোর ভাব নিয়ে হাটতে হাটতে তার বাবার সাথে হোটেলে ডুকল দুপুরের খাবার খেতে। ডুকেই সে অবাক হয়ে যায়, পুরুষ-মহিলা এক হোটেলে খাবার খাচ্ছে। তাও আবার এক টেবিলে। খাবার খেয়ে বাহির হয়ে হাটা দিল। অচেনা মানুষের ধাক্কা খেতে খেতে ওখান থেকে চলে যাই, রাত্রে থাকার স্থান ঠিক করতে। সে খেয়াল করল শহর দেখতে যত সুন্দর, তেমনি ওখানকার নালার পচা গন্ধ তত খারাপ। বাসা ঠিক করে বাহির হল ঘুরতে। রাতের বেলায় দৃশ্যটা দেখতে অনেক সুন্দর। ঘুরে পিরে একেবারে রাত্রে ভাত খেয়ে রাত একটায় বাসায় আসেল।