Golpo/Adda

Go Back
ভুতের গল্প

দীর্ঘ ২ ঘন্টা যাবত আমি "এই তো শেষ, এই তো শেষ " কথাটি শুনে আসছি। দীর্ঘ ২ ঘন্টা ধরে আমার ভূত্নী রেডি হচ্ছেন।আজ একটি বিশেষ দিন, আমার বোন ইসরাতের জন্মদিন, কিন্তু বিশেষ কারণে জন্মদিনে আমরা থাকতে পারবো না,রাতে আমাদের জামাই আর বউ,দুজনেরই কাজ থাকে। পরিচয়টা দেই,আমি মি.ভূত,আমার বউ সিন্থিয়া ওরফে মিসেস.ভূত্নী,আর আমাদের ছোট্ট মামণি রুকাইয়া ওরফে ভূতু।আমরা ভূত পরিবার।ভূত শুনে কি অবাক হচ্ছেন???? অবাক হওয়ার কিছু নেই, আজকাল কত পরিবারই তো বের হয়েছে। পাখি পছন্দ, তো পরিবারের সদস্যদের সঙ্গে পাখির নামের মিল রেখেই তারা হয়ে যায় পাখি পরিবার।আমি না হয় একটু ভিন্নতা এনে ভূত পরিবার নাম দিয়েছি,এতে কিন্তু আমার উনি আবার বিশাল খুশিই হয়েছিলেন। তার নাকি এই নামটা অত্যন্ত ভালো লেগেছে।আমরা ভূত পরিবার নামে না কাজে সেই দায়িত্ব আপনাদের ওপর ছেড়ে দিলাম, আপনারাই বলে দিয়েন। :- হয়েছে আপনার মিস। :- আর একটু সময় দাওনা গো। :- রাত ১২ টা বাজলো বলে, এই দিকে ইসরাত ফোন দিয়েই যাচ্ছে। :- আহা,ফোন ধরে কথা বলো,এমন করছে ও। :- না,ফোন ধরলে ও কাঁদে,ওর কান্না কি সহ্য করা যায় বলো ? দুর্ঘটনা কি আর বলে কয়ে হয়?? যেমন এই যে তোমায় বিয়ে করে ......... বলে যখনই আমার চোখ সিন্থির উপর পরলো,আমি বাকি কথাটুকু গিলে ফেললাম। :- বলো,বলো,চুপ করে রইলে কেন, বাকিটা ও বলে ফেলো,তোমায় বিয়ে করে আমার জীবন শেষ, তামা তামা,বলো বলো,প্রেম করার সময় এই সব মনে ছিল না। জুড়ে দিলো ঝগড়া,ফলাফল মেয়ে সমেত আমি ঘরের বাইরে। মেয়ে একটা ললিপপ খাচ্ছে আর আমার অবস্থা দেখে হেসেই চলেছে। ইসরাতের মন খারাপ, ভাইয়ার কথা মনে পড়তেই তার খুব করে কান্না পাচ্ছে। রাত ১২ টা,অন্ধকার ঘরে ইসরাত বসে আছে,হঠাৎই সে লক্ষ্য করলো ঘরের কোণে একটা ছোট্ট উপহারের বাক্স। পরক্ষণেই কাদের জানি কথা শুনা গেল,"Happy Birthday to you, Happy birthday to you, Happy birthday Dear, Eshrat,Happy birthday to you" ইসরাতের মুখে হাসি দেখা গেল,কান্না জড়ানো গলাতেই সে বলে উঠলো, "ভাইয়া, তুমি" আবার সেই কণ্ঠগুলো শোনা গেল, প্রথমে পুরুষ গলায়,"আমরা ছিলাম "। দ্বিতীয়তে একটি নারী কণ্ঠ,"আমরা আছি" সব শেষে একটি ছোট্ট বাচ্চার কণ্ঠ, "আমরা,থাকবো"। চারিদিক যেন একটু নিস্তব্ধ হয়ে রইলো কয়েক মূহুর্তের জন্য। তখনই ছোট্ট মেয়ে কণ্ঠটি বলে উঠলো, "ফুপ্পি,এই ললিটা তোমার জন্য",বলেই হাওয়াতে মিলিয়ে গেল। শুধু পাশে পরে থাকলো একটি আধ খাওয়া, বালি লাগা,ললিপপ। ইসরাত উপহারটি খুলতেই একটি কালো বিড়াল ইসরাতের কোলে এসে মেও করে তার উপস্থিতির জানান দিল। ক্রিং ক্রিং..... :- কিরে,এখনো কি কাঁদছিস??? :- তুমি তো দেখা দিলে না,ভাইয়া। :- আরে জানিসই তো,রাতে আমাদের কাজ থাকে,আর আমি দেখা দিলেই তুই কাঁদিস,তাই আর দেখা দেইনি,ভালো থাকিস বোন,বিড়ালটা তোকে দিলাম,ও সব সময় তোর সাথে থাকবে। এই বার ফোনের ও পাশ থেকে হাসি শুনতে পাওয়া গেল।