Golpo/Adda

Go Back
হাসির গল্প

বেশ আরামে দুপুরে ঘুম দিচ্ছিলাম। বান্ধুবি ফোন দিয়া কহিল, - বিরাট প্রবলেম হইসে দোস্ত! - কিতা হইসে ফকিন্নী? - আমার মোবাইল কিভাবে যেন লক হয়ে গেছে। সিকুরিটি কোড চাচ্ছে! - হাই হাই! তোর মোবাইল গেছে বান্ধুবী! সিকুরিটি কোড চাওয়া তো ভাল লক্ষণ না। - মানে? গতকালই কিনলাম। আজ কি হল? ক্লাশেই তো তুই দেখলি মোবাইল ঠিক ছিল। - হ্যাঁ। তখন তো ঠিকই ছিল। - এখন কি হবে? . বান্ধুবীর কাঁদো কাঁদো অবস্থা। আমি সান্তনা দিয়ে কহিলাম, 'চিন্তা করিস না। বিকালে বের হ। দেখি কিছু করতে পারি কিনা।' ফোন কেটে দিয়ে মনে মনে চিক্কুর দিলাম। নতুন মোবাইল কিনসে মেয়েটা, কিছু জানে না! তাই বাঁশ দেয়ার উদ্দেশ্য ওর ফোনে কোড সেট করে দিলাম। যাক বিকালে ভরপেট খানাপিনা হবে। এর আগেও টুকিটাকি মারসি বান্ধুবীর কাছ থেকে, আজ বড়সড় হবে। . বিকাল ৪টা। বান্ধুবীর ফোন চেক করে কহিলাম, - সমস্যা জটিল। - তুই দেখ পারবি পারবি। - পারব কিনা জানি না। তবে দোকানে নিয়ে গেলে ৩ হাজারের নিচে সারাবে না। - এত টাকা নাই তো! তুই কিছু কর দোস্ত। . বান্ধুবীর আকুতি মিনতি দেখে পৈশাচিক মজা লাগতেছে বললাম, - ঠিক আছে। যদি ঠিক করে দিতে পারি তাইলে খাওয়াতে হবে। মিনিমাম ১০০০... - তুইও আমাকে ছাড়লি না। - রাজি থাকলে ১ চাপুন, নাহলে ২.. - ওকে যা রাজি। যা ইচ্ছা খাস। . বান্ধুবীর ফোন নিয়ে গুতাগুতি শুরু করলাম। ভাবটা এমন কিছুতেই কিছু হচ্ছে না। পরে সঠিক কোড প্রবেশ করিয়ে লক খুলে দিলাম। - বান্ধবী কাজ শেষ। - ওয়াও!! তুই কি ট্যালেন্ট। আমি জানতাম তুই পারবি। - চল এখন খাওয়াবি। - ওকে চল। . রেস্টুরেন্টে গেলাম। সেই খানাপিনা করলাম। একা খাওয়াটা খারাপ। বেচারিও কিছু খাক। ২৫% এর মত খেতে দিলাম। বিল আসল ৮৯০! বান্ধুবী ব্যাগ থেকে ১০০০ টাকার নোট বের করে দিয়ে দিল। . রেস্টুরেন্ট থেকে বের হয়ে বান্ধুবীকে রিকশা ঠিক করে দিলাম। - স্বপ্নীল, এই বিশ টাকা তুই রাখ। - ধুর বাদ দে। - না না রাখ। তোর পকেটে টাকা নাই। - আরে আছে। তুই যা। - হিহি! নাইরে। বিশ্বাস নাহলে দেখ। . আমি মানিব্যাগ খুলে দেখলাম টাকা নাই। - এই আমার ১০০০টাকার নোট ছিল। কই গেল? - ধান্দাবাজি কি তুমি একাই পারো। আমিও পারি সজীব। - মানে? - মানে আরকি! সকালে যখন মোবাইল নিলি বুজলাম, তুই আকাম করবি। পরে ব্ল্যাকমেইল করবি। তাই টুক করে তোর মানিব্যাগ থেকে ১০০০ টাকা সরিয়ে নিসি। - কি কস? - ইহাই সত্য বাছা। নে এই বিশ টাকা দিয়ে বাড়ি যা। . বান্ধুবী বিশ টাকা হাতে দিয়ে চোখ টিপে চলে গেল। আমি ব্যাক্কল হয়ে দাঁড়িয়ে থাকলাম। এ কেমন বিচার...