১.কম্পিউটার ভালো এবং নতুনের মতো রাখার উপায় হল
উপযুক্ত স্থান নির্বাচন করা
কম্পিউটারটিকে ধুলাবালি
মুক্ত এমন
কোনো পরিষ্কার
এবং পরিচ্ছন্ন
স্থানে রাখুন
যেখানে পর্যাপ্ত
আলো-বাতাসের
ব্যবস্থা আছে।
স্যাঁতসেঁতে পরিবেশ
এবং সরাসরি
সূর্যের আলো
ও তাপ প্রবেশ
করে এমন
স্থান থেকে
কম্পিউটারকে দূরে
রাখুন। কম্পিউটারের
তার, সুইচ
ও অন্যান্য বৈদ্যুতিক
যন্ত্রাংশ যথাসম্ভব
শিশু ও
গৃহপালিত পশু-পাখির নাগালের
বাইরে রাখুন।
অপ্রয়োজনীয় ফাইল, অ্যানিমেশন ও ভিজ্যুয়াল এফেক্ট দূর
করা
কম্পিউটারে জমা হওয়া অপ্রয়োজনীয় ফাইল, আকর্ষণীয় অ্যানিমেশন ইত্যাদি কাজের গতি কমিয়ে দেয়। উক্ত গতি ঠিক করতে পারে ক্লিনআপ প্রোগ্রাম। সেক্ষেত্রে যেকোনো ক্লিনার অ্যাপ ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি, অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আনইন্সটল করে দিন। প্রয়োজনবোধে অপারেটিং সিস্টেম রিইনস্টল করুন
আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার করা
কম্পিউটারে অ্যান্টিভাইরাসের সর্বাধুনিক
ভার্সন
ব্যবহার
করুন
ও
নিয়মিত
আপডেট
করুন।
এরপর
নিয়মিত
ভাইরাস
চেকিং,
স্ক্যানিং
চালু
রাখুন।
অন্যথায়
ভাইরাসের
কারণে
কম্পিউটারের
গতি
কমে
যেতে
পারে
২.অপ্রয়োজনীয় ফাইল জমা না রাখা
বর্তমানে মোবাইল ফোন এবং ডিজিটাল ক্যামেরার কল্যাণে এখন অনেক অনেক ছবি তোলা যায় সাথে সেলফি তো আছে বটেই। কিন্তু এসকল ছবি রাখার পর্যাপ্ত জায়গা কোথায়? একটি ভালো মানের স্মার্টফোনের
ক্যামেরায়
ছবি
তুললে
সেই
ছবি
এখন
কমপক্ষে
২
থেকে
৫
মেগাবাইট
জায়গা
দখল
করে
নেয়।
আপনি
যদি
সবগুলো
পিকচার
আপনার
ল্যাপটপ,
কম্পিউটার
বা
ডেস্কটপে
রেখে
দিতে
চান
তাহলে
সেটি
জায়গা
দখল
করে
নেবেই। আপনি
ল্যাপটপ,
ডেক্সটপের
জায়গা
যত
বেশি
পরিমাণ
ভর্তি
করে
রাখবেন
তত
আপনার
কাজ
করতে
অসুবিধা
সৃষ্টি
হবে।
তাই
ছবি
গুলো
বেছে
বেছে
ল্যাপটপের
মধ্যে
রাখুন।
আর
এখন
ছবি
ডিভাইসে
না
রেখে
অনলাইনে
রাখার
মতো
পর্যাপ্ত
ড্রাইভ
রয়েছে
যেমন, গুগল ড্রাইভ, গুগল ফটোস ইত্যাদি। আপনি এগুলোতে
একটি
অ্যাকাউন্ট
খুলে
নিয়ে
ফ্রিতে
১৫
জিবি
ব্যবহার
করতে
পারবেন।
৩.সলিড স্টেট হার্ড ড্রাইভ চালানো
Leave a Reply