Blog

Go Back
Tech

UI/UX ডিজাইন কি?

UI/UX ডিজাইন কি?

বন্ধুরা আজকের আর্টিকেলে আমরা UI UX ডিজাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তবে শুরুতেই বলে নেওয়া যাক, UI এবং UX ডিজাইন দুটো কখনোই এক জিনিষ নয়। দুটি সম্পূর্ণ আলাদা বিষয়।
আমরা অনেকেই দুটিকে একই ভেবে ভুল করি। কিন্তু UX হচ্ছে অনেক বড় একটি ফিল্ড যেখানে UI অনেক ছোট একটি ফিল্ড বলা যায়।
UX এর মানে হচ্ছে User Experience (ইউজার এক্সপেরিয়েন্স), আর UI এর মানে হচ্ছে User Interface (ইউজার ইন্টারফেস)

ইউআই (UI) ডিজাইন কি?


UI Design এর পূর্ণরূপ User Interface Design। অর্থাৎ ইউ আই ডিজাইন হলো একজন ইউজার যে জিনিসটা ব্যবহার করে, সেটার ইন্টারফেজ ডিজাইন করা। অর্থাৎ এখন আপনি MSB Academy ওয়েবসাইটে যে আর্টিকেলটি পড়ছেন, এই পেইজের ডিজাইন করাটাই হলো UI Design।
কারণ আপনি হলেন এই সাইটের ইউজার বা ব্যবহারকারী। আর আপনি যে জিনিসটা ব্যবহার করছেন, সেটার ইন্টারফেস ডিজাইন করাটাই হলো ইউজার ইন্টারফেজ ডিজাইন (User Interface Design) বা ইউআই ডিজাইন (UI Design)। আরও সহজ ভাবে বললে আপনার হাতে থাকা মোবাইলে যে Bkash, Foodpanda, Pathau অথবা অন্য যেসব Mobile App ব্যবহার করে থাকেন, সেই APP ডিজাইন গুলোই হলো UI Design

ইউএক্স (UX) ডিজাইন কি?


ইউএক্স UX কে আমরা বলতে পারি কোন প্রোডাক্ট বা সার্ভিস কে এমন ভাবে গুছানো যাতে ব্যবহারকারী খুব সহজেই তার নির্দিষ্ট গোল এ পৌঁছাতে পারে। UX Design এর পূর্ণরুপ User Experience Design। অর্থাৎ একজন ইউজার বা ব্যবহারকারী যে জিনিসটা ব্যবহার করতেছে, সেটা সে কত সহজে ব্যবহার করে তাঁর লক্ষটা অর্জন করতে পারে সেটাই হলো ইউজার এক্সপেরিয়ান্স ডিজাইন।
অর্থাৎ UX ডিজাইনারদের কাজ হলো ইউজারের সফটওয়্যার, ওয়েবসাইট বা অ্যাপ ব্যাবহারের এক্সপেরিয়ান্সকে সমৃদ্ধ করা। ইউএক্স ডিজাইনের কয়েকটি ধাপ আছে। একটির পর আর একটিতে যেতে হয়। মোটামুটি সবগুলো ধাপই একটির সাথে আর একটির মিল আছে।

UI & UX কীভাবে শিখবেন ?

বর্তমান সময়ে একজন গ্রাফিক্স ডিজাইনার থেকে একজন UI & UX ডিজাইনার এর চাহিদা তুলনামূলক অনেক বেশী। যার ফলে পড়েছে UI & UX শিখার হিড়িক। আর ইন্টারনেটের কল্যাণে এখন  ঘরে বসেই শিখতে পারবেন।  তাছাড়া অনেক আইটি ফার্ম এই বিষয়ের উপর কোর্স দিয়ে থাকে। তাছাড়া অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে যারা বিনামূল্য়ে রিসোর্স শেয়ার করে থাকে। 

UI & UX ক্যারিয়ার?

লোকাল মার্কেট প্লেস বলুন আর গ্লোবাল মার্কেট প্লেস UI & UX ডিজাইনের প্রচুর চাহিদা বিদ্যমান। UI & UX ডিজাইন বর্তমান সময়ের হট কেক বলা যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ও রয়েছে এর ব্যাপক চাহিদা।  UI & UX ডিজাইন কে কেন্দ্র করে খুব সহজেই নিজের ক্যারিয়ার গড়ে তুলা সম্ভব। বর্তমান সময়ে UI & UX এর চাহিদাযুক্ত  প্রোফাইল চাকরীর ক্ষেত্রে সবচেয়ে বেশী। সিএনএনমনির মতে এই চাহিদা  বার্ষিক 18% বৃদ্ধি পাচ্ছে । 
 
কোন সাইট অথবা অ্যাপ এর যদি UI ভালো হয়ে কিন্তু  UX ভালো না হয় তাহলে ঐ সাইট অথবা অ্যাপ এর জন্য ভয়ানক দেখায়।  UI & UX এর সঠিক মিশ্রণেই একটি সাইট অথবা অ্যাপ দুর্দান্ত হয়ে উঠে ।  UI & UX এর কাজ করার সময় ব্যাবহারকারীর কথা চিন্তা করেই কাজ করতে হয়।

আমাদের শেষ কথা

তাহলে বন্ধুরা আমরা আজকে কি জানলাম? যদি আমাদের UI/UX সেক্টরে আস্তে হয়, এখানে কাজ করে ইনকাম করতে হয় তাহলে আমাদের অবশ্যই গ্রাফিক্স ডিজাইন এর ভালো অভিজ্ঞতা সাথে প্রচুর ক্রিয়েটিভ চিন্তা/আইডিয়া ও ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
কোনো ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলে আমরা এই সেক্টরে এসে কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারবো না।
আজকের আর্টিকেলটা এই পর্যন্তই। যদি উপকারে এসে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। যেকোনো প্রশ্ন আমাদের মন্তব্য করে জানাবেন। আমরা অবশ্যই আপনার সাহায্য করার চেষ্টা করবো।



Leave a Reply