- গ্রাফিক
ডিজাইনারদের এই
বিষয়গুলো জানতেই
হবে
- গ্রাফিক ডিজাইনারদের এই বিষয়গুলো জানতেই হবে
লিখেছেনঃ প্রযুক্তি টিম
গ্রাফিক ডিজাইন হলো যোগাযোগের মাধ্যম। আমরা যখন কোন ডিজাইন দেখি তখন যা বুঝি সেটাই হচ্ছে ডিজাইনের ভাষা। তাই এমনভাবে ডিজাইন করতে হবে যেটা ডিজাইনের ভাষায় প্রকাশিত হয়। আমরা যখন লাল রঙের কোন ডিজাইন দেখি তখন সেই রঙ দিয়েই তীব্রতা প্রকাশিত হয়।
গ্রাফিক ডিজাইন হলো ক্রিয়েটিভ চিন্তার বাস্তব রুপদানের সমাধান। গ্রাফিক ডিজাইন দিয়েই ক্রিয়েটিভ চিন্তা কে বহিঃপ্রকাশ করা হয়। আমরা চারিদিকে যত কিছু দেখি সব কিছুই গ্রাফিক ডিজাইনের অবদান।
গায়ের জামা থেকে শুরু করে ঘরের সকল আসবাব পত্রই গ্রাফিক ডিজাইনের অবদান। তাই গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনার চারপাশ অবজার্ব করার ক্ষমতাও থাকতে হবে।
গ্রাফিক ডিজাইন যুগ যুগ ধরে ছিল, আছে এবং থাকবে।গ্রাফিক ডিজাইন কতটা শক্তিশালী তা দেখুন সেই ১৯৩৮ সালের বাটা বিজ্ঞাপনে!
ছবি
ক্রিয়েটিভ ব্লক সমাধান
ক্রিয়েটিভ কাজে অনেক সময় হতাশা চলে আসে যা খুবই কমন। সেটা ডিজাইন হোক কিংবা কবিতা। ক্রিয়েটভ ব্লক ডিজাইনারদের জন্য খুবই কমন। হতে পারে সেটা কয়েক মিনিটের জন্য কিংবা দিনের জন্য। এটা যে কারণে হয় সেটা খুজে বের করা খুবই গুরুত্বপূর্ণ কারণ তাহলে আপনার কাজ হবে আরো বেশি আনন্দপূর্ণ এবং চাপহীন। এছাড়াও আপনি আরো নতুন ডিজাইন করার জন্য চ্যালেঞ্জ অনুভব করতে পারবেন।
অনেক ধরণের অনুশীলন রয়েছে যে গুলো করলে আপনার মাইন্ড হতে পারবে রিল্যাক্স এবং আপনার আইডিয়া হবে তখন আরো বেশি ধারালো।
ড্রয়িং এবং পেন্সিল স্কেচ
ড্রয়িং এবং স্কেচিং হচ্ছে মানুষের আদিম মাইন্ড ম্যাপিং পদ্ধতি। বর্তমান এই কম্পিউটার এবং মোবাইলের যুগে কলম কিংবা পেন্সিল হয়তো খুব বেশি ধরা হয় না কিন্তু ড্রয়িং এবং স্কেচিং ক্রিয়েটিভ কাজে সব সময়ই মৌলিক। যে কোন ধরণের ভিজুয়াল আর্টের কথা চলে আসে তখন সেটা শুরুই হয় ড্রয়িং দিয়ে। প্রত্যেক আইডিয়া স্কেচ দিয়েই শুরু করা উচিত। যখন আমরা এই স্টেপ বাদ দিয়ে চলে যাই তখনই আমাদের ডিজাইনে চলে আসে অপরিপূর্ণতা। তাই ডিজাইনার হিসেবে স্কেচিং অনুশীলন চালিয়ে যাওয়া উচিত সব সময়।
কালার, লে আউট এবং টাইপোগ্রাফি
ডিজাইন ভাল করার জন্য অনেক কিছুই আপনাকে জানতে হবে তবে প্রধান এবং মৌলিক টপিক হলো টাইপোগ্রাফি, লে আউট এবং রঙ। এই ডিজাইন এলিমেন্টগুলো হচ্ছে ডিজাইনের জন্য DNA এবং আপনার ডিজাইন কতটা ইফেকটিভ হবে সেটা এগুলোর উপরেই অনেকটা নির্ভর করে। আপনি যখন ডিজাইন শুরু করবেন তখন এগুলোর দিকেই প্রথম ফোকাস করুন। কারণ এগুলোই আপনাকে বলে দিবে আপনার ডিজাইন কেমন হতে যাচ্ছে এবং আপনার ক্যারিয়ার কিভাবে বিল্ড আপ হচ্ছে।
Leave a Reply