Blog

Go Back
Business

যেসব দক্ষতা ক্যারিয়ারে এগিয়ে রাখতে পারে!

‘ক্যারিয়ার চার অক্ষরের একটি ছোট্ট শব্দ। কিন্তু এর ব্যপকতা, বিশালতা ও গুরুত্ব অনেক। আজকাল এই যে এতো প্রতিযোগিতা, কিভাবে খুব ভালো স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়া যায় সেটা নিয়ে
শুধু অভিভাবকই নয়, আত্নীয়, শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। কারণ ধারণা করা হয়, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে পারলে ক্যারিয়ার গড়তে সহজ হয়। যদিও শিক্ষা প্রতিষ্ঠান কখনোই কোন ভূমিকা রাখতে পারে না যতক্ষণ
না আপনার নিজ ক্ষেত্রে যথেষ্ট দক্ষতা, সঠিক জ্ঞান না থাকে। যেমন ধরুন, আপনি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র। গ্রেজুয়েশন করেছেন সুনামধন্য কোন বিদ্যাপীঠ থেকে। কিন্তু কম্পিউটার বিজ্ঞানের কোন ক্ষেত্রেই
আপনার পরিষ্কার ব্যাসিক/প্রাথমিক জ্ঞান নেই। তাহলে আপনি যত সুনামধন্য বিদ্যাপীঠেই পড়েন না কেন, হয়তো আপনি আপনার বিষয় সম্পর্কিত ক্ষেত্রে প্রাথমিকভাবে কোন চাকুরি পেয়ে যেতে পারেন, কিন্তু
সেটা বেশিদিন থাকবে না, আপনি যতই বেশি জিপিএ/সিজিপিএ ধারী হোন না কেন! তাই সবার আগে যা থাকা দরকার সেটা হচ্ছে আপনার বিষয়ে পর্যাপ্ত দক্ষতা; তারপরে ভালো বিশ্ববিদ্যালয়, সিজিপিএ এসব
ভূমিকা রাখবে। তবে তার মানে এই নয়, ভালো বিশ্ববিদ্যালয় কিংবা সিজিপিএ’র কোন গুরুত্ব বা প্রয়োজন নেই। তবে আজকাল এই আধুনিক প্রযুক্তির যুগে শুধুমাত্র একাডেমিক দক্ষতা দিয়েই সফলতার চরম শিখরে
যাওয়া যায় না। ভালো একাডেমিক পারফর্মেন্সের পাশাপাশি আপনাকে আরও বেশকিছু স্কিল/দক্ষতা রপ্ত করতে হবে। দক্ষতাগুলো রপ্ত করতে পারলেই আপনি অন্যদের চেয়ে ক্যারিয়ার জগতে নিজেকে অনেক
এগিয়ে রাখতে পারবেন। আমার এই লেখায় তেমন কিছু নন-একাডেমিক স্কিল/দক্ষতা নিয়েই লিখার চেষ্টা করবো। তাহলে চলুন একে একে দেখে নেই কি কি দক্ষতা আমাকে, আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে! 

Leave a Reply