Blog

Go Back
Tech

সোশ্যাল মিডিয়া নিরাপত্তা

(আপনার সোশ্যাল মিডিয়া গুলো কিভাবে নিরাপদে রাখবেন?? )

আজকের আর্টিকেলে আপনাদের জানাবো সোশ্যাল মিডিয়া নিরাপত্তায়

 আমাদের যা যা করনীয় 

 

,আপনার একাউন্টের নাম আপনার NID /Passport/others Document এর সাথে মিল রাখা 

 পুরোপুরি মিল না থাকলেও চলবে তবে নেইক নেম অবশ্যই মিল থাকতে হবে। তবে পুরোপুরি মিল রাখা ভালো

 

,আপনার জন্ম তারিখ NID/Passport/others Document এর সাথে মিল রাখা 

, আপনার একাউন্টে একটি এক্টিভ নাম্বার দিয়ে ভেরিফাই করে রাখা

, একটি জিমেইল একাউন্ট ভেরিফাই করে রাখা

,আইডির ইউজার নেইম সেট করা

,NID/Passport/others Document দিয়ে identity verify করে রাখা

,টু ফ্যাক্টর ভেরিফাই অন রাখা

৮,সিকিউরিটি চাবি এড করা বা (security key)


সিকিউরিটি চাবি কি??

ছবি



এটি একটি ফিজিক্যাল চাবির মতই এটি বিভিন্ন ক্যাটাগরির এবং বিভিন্ন দামের পাওয়া যায় এটি ব্যবহার করা হয় টু ফ্যাক্টর ভেরিফাই এর বিকল্প হিসেবে টু ফ্যাক্টর  ভেরিফাই হ্যাকার রা বিভিন্ন ওয়েতে বাইপাস করতে পারে কিন্তু সিকিউরিটি চাবিতে সেটা সম্ভব না


আপনি যদি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে টু ফ্যাক্টর  ভেরিফাই  এর পরিবর্তে সিকিউরিটি চাবি এড করে রাখেন। তাহলে আপনার একাউন্ট হবে অত্যন্ত শক্তি শালী। যেটা সহজে হ্যাক করা সম্ভব হবে না।


এই চাবি গুলো কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন?


 একটি  চাবি দিয়েই  সব সামাজিক যোগাযোগ মাধ্যমেই ব্যবহার করা যায়

যেমন একই নাম্বার দিয়ে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে  টু ফ্যাক্টর অন রাখা যায় তেমনি একটি সিকিউরিটি চাবি সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এড করা যায় এবং ওয়েবসাইটেও এটি ব্যবহার করা যায়।

তবে  একই সাথে দুটি চাবি ব্যবহার করা ভালো কখনো যদি একটি চাবি হারিয়ে যায় তাহলে আরেকটি দিয়ে আপনি আপনার একাউন্ট গুলো এক্সেস করতে পারবেন।


বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো আমাদের ডিজিটাল সম্পদে পরিণত হয়েছে বিভিন্ন সময়ে দেখা যায় কারো পেজ কিংবা কারো ইউটিউব চ্যানেল হ্যাকারা হ্যাক করে নিয়ে যায় । এ ক্ষেত্রে তারা বড় ধরনের ক্ষতির সম্মুখিন হয় তাই কন্টেন্ট ক্রিয়েটর এবং অনলাইন ব্যবসায়ী যাদের পেজ ইউটিউব চ্যানেল কিংবা একটি ওয়েবসাইট রয়েছে তাদের এই চাবিটি ব্যবহার করা জরুরি।




এই চাবিটি ব্যবহারের মাধ্যমে  আপনি আপনার ওয়েবসাইট ব্যান্ড  ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিরাপদে রাখতে পারবেন।

চাবিটি কিভাবে সেট আপ করবেন।

সব সোশ্যাল মিডিয়া গুলোতেই সিকিউরিটি অপশনে  একটি সিকিউরিটি কি একটি অপশন থাকে সেটিংসে এই অপশন গুলো  পেয়ে যাবেন। আরো বিস্তারি জানতে ইউটিউবে টিউটোরিয়াল দেখতে পারেন।
ছবি



কোথা থেকে কিনবেন ?


সিকিউরিটি কি অনেকেই বিক্রি করে তবে সব চেয়ে ভালো এবং বিশ্বাস যোগ্য প্রতিষ্ঠান হল 

 https://www.aholiict.com/

তারা বিভিন্ন ধরনের সিকিউরিটি সার্ভিস দিয়ে থাকে আপনি চাইলে তাদের কাছ থেকে এই সেবা গুলো নিতে পারেন বা আপনার কোন বিশ্বস্ত প্রতিষ্ঠান থাকলে সেখান থেকেও নিতে পারেন।


আজকে এখানেই শেষ করছি 

আপনার যদি এ বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে সরাসরি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন।👇

                                               facebook

Leave a Reply